Md. Sana Akhtar, IPS
Superintendent of Police, Raiganj PD,Uttar Dinajpur

Message

District Map

মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে রায়গঞ্জ পুলিশ নিরাপদ কালী পূজা / দীপাবলী, ছটপুজোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার তরফ থেকে সকল সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে কালী পূজা / দীপাবলি, ছটপুজোর সময় যেন কোনও প্রকারের আতশবাজি না ফাটানো হয়। যদি আপনার অঞ্চলে কোনও ধরণের পটকা ফাটার ঘটনা পাওয়া যায় তবে রায়গঞ্জ পুলিশ জেলার মোবাইল নম্বর “৮৩৭০৯৫৪৫৪৩” এ অভিযোগ জমা দিন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ দল ফোন কল পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।